উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কার্যালয়ে শুধু 'অভিভাবক' শুভেন্দু

তৃণমূলের সব পার্টি অফিসেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেখা যায়। কিন্তু বিধানসভা ভোটের আবহে অন্য ছবি দেখা গেল রায়গঞ্জে। শুভেন্দুকে নিয়ে দলীয় বিতর্কের আবহেই রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঠিক উল্টো পথে হাঁটলেন। কাউন্সিলর অসিম অধিকারীর ওয়ার্ড অফিসে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অফিসের গোটা দেওয়ালে লাগানো রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। ''দাদা আমাদের অভিভাবক, তাই মমতার বদলে শুভেন্দু ছবি'', জনালেন তৃণমূল কাউন্সিলর।

Asianet News Bangla | Published : Nov 29, 2020 11:54 AM IST
15
উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কার্যালয়ে শুধু 'অভিভাবক' শুভেন্দু

বিধানসভা ভোটের আগে উলাটপূরাণ উত্তর দিনাজপুরে। তৃণমূল কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বদলে রয়েছে শুভেন্দু অধিকারী। গোটা অফিসের দেওয়াল জুড়ে একটিও মমতার ছবি নেই। শুভেন্দু-বিবেকানন্দর ছবিও এক ফ্রেমে।

25

রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ড অফিসের ছবি এটা। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিম অধীকারী মমতার বদলে শুভেন্দুর ছবি লাগিয়েছে। শুভেন্দুকে নিয়ে সম্প্রতি বিতর্কের মধ্যেও কোনও তোয়াক্কা নেই তাঁর।

35

তৃণমূল কাউন্সিলর অসিম অধিকারী বলেন, ''নিজের অনুষ্ঠান বাতিল করে একাধিক সেখানে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা মমতার রাজনৈতিক আদর্শে আনুপ্রাণিত হলেও, দাদা আমাদের অভিভাবকের মতো''। 

45

সম্প্রতি শুভেন্দুকে নিয়ে বিতর্কের মাঝেই অন্য ইঙ্গিত বহন করছে বলে রাজনৈতিক মহলের মত। তৃণমূল কাউন্সিলর আরও বলেন, দাদা আমাদের দুঃখে সুখে সবসময় পাশে থেকেছেন। তাই দাদার ছবি লাগিয়েছি।

55

গোটা ওয়ার্ড অফিস জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি, হোর্ডিং লাগানো রয়েছে। সেখানে কার্যত উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই অফিস ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রায়গঞ্জ পুরসভা চত্বরে।

Share this Photo Gallery
click me!

Latest Videos