করোনার কোপে উৎসবে ভাটার টান, পুরুলিয়ায় ভাদু পুজো এবার জৌলুসহীন

করোনা আতঙ্ক, ঘরের বাইরে বেরনোর উপায় নেই। লকডাউনে বাজারে কত মানুষ যে রোজগার হারিয়েছেন, তার ইয়ত্তা নেই।  তাই এবার আর কোনও আড়ম্বর নয়, নমো নমো করে ভাদু উৎসব পালিত হল পুরুলিয়ায়।
 

Asianet News Bangla | Published : Sep 17, 2020 8:52 AM IST / Updated: Sep 17 2020, 03:24 PM IST

15
করোনার কোপে উৎসবে ভাটার টান, পুরুলিয়ায় ভাদু পুজো এবার জৌলুসহীন

এভাবে আর কতদিন! করোনা সংক্রমণ কমার কোনও লক্ষ্মণই নেই। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। আগে যা বেতন পেতেন, এখন তার অর্ধেক পাচ্ছেন, এমন মানুষের সংখ্যাও তো কম নয়।  তাহলে উৎসব আর হবে কি করে!
 

25

কথিত আছে, পুরুলিয়ার কাশিপুর রাজবাড়ির মেয়ে ছিলেন ভাদু বা ভদ্রাবতী। অল্প বয়সে মারা যান তিনি। এরপর ভাদু পুজো শুরু করেন শোকার্ত রাজা। 
 

35

কালে কালে সেই পুজো ছড়িয়ে পড়ে রাঙ্গামাটির জেলার সর্বত্রই। পুরুলিয়ার লোক উৎসবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ভাদু পুজো। রাতভর গান ভাদুদেবীর আরাধনা করেন মহিলারা।
 

45

প্রতিবছর এই ভাদু পুজোকে কেন্দ্র বিভিন্ন জায়গায় রীতিমতো মেলা বসে যায়। পুজোর পরের জিলাপি, মিঠাই ও খাজার খাওয়ার রেওয়াজ আছে। উৎসবের আমেজে গা ভাসান আট থেকে আশি সকলেই।
 

55

করোনা আতঙ্কে এবার সেই চেনা ছবি গেল বদলে। করোনা ভয় তো আছেই, হাতে তেমন টাকা-পয়সাও নেই অনেকেরই।  বাড়িতে স্রেফ পুজোটুকু করেই নিয়মরক্ষা করলেন মহিলারা।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos