অবশেষে জায়গা ছাড়লেন বিমান-সূর্যরা, সিপিএম-এর নয়া রাজ্য কমিটিতে তরুণ তুর্কীদের ভিড়

২০১১ সালেই বাংলায় পতন হয়েছে সিপিআইএম(CPIM) রাজত্বের। তারপর দুটো লোকসভা, বিধানসভা ভোটেও ভরাডুবিই হয়েছে বামফ্রন্টের(Left front)। এমনকি পুরসভা, পঞ্চায়েত ভোটেও বামেদের ভোট শতাংশ অত্যন্ত নগণ্য ছিল। অনেকেই মনে করতেন, বিভিন্ন দলগত ভুলের কারণেই ঘুরে দাঁড়াতে পারছেনা সিপিএম(CPIM in West Bengal)। তারমধ্যে অন্যতম কারণ হল সাদা চুলের নেতাদের গদি না ছাড়া। আজকের রাজ্য সম্মেলনের পর এই অভিযোগকে কার্যত নস্যাত করে দেওয়ার ক্ষমতা রাখে সিপিএম, তাই আবার প্রমাণ করে দিল বঙ্গ বামেরা। 

Jaydeep Das | Published : Mar 17, 2022 2:00 PM IST
17
অবশেষে জায়গা ছাড়লেন বিমান-সূর্যরা, সিপিএম-এর নয়া রাজ্য কমিটিতে তরুণ তুর্কীদের ভিড়

এই সম্মেলনে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন SFI এবং DYFI এর বেশ কিছু তরুণ তুর্কি।  নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে প্রতীক উর রহমান, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষি মুখোপাধ্যায় ও শতরূপ ঘোষের মতো তরুণ বাম নেতারা। 
 

27

বৃহস্পতিবারই শেষ হয়েছে দলের ২৬ তম রাজ্য সম্মেলন। সেই সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে (CPM State Committee) ৫৬ জন পুরনো মুখ এবং ২৪ জন নতুন মুখ। 

37

সূর্যকান্ত মিশ্রের জামানা শেষ করে এই রাজ্য সম্মেলনে সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক হলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম (Md Selim)।  বঙ্গ বামেদের এহেন রদবদলে আশার আলো দেখছেন বাংলার বাম মনোভাবাপন্ন মানুষেরা। 

47

মীনাক্ষী মুখার্জি রাজ্য সিপিএমের এই মুহুর্তের অত্যন্ত উল্লেখযোগ্য একটি নাম। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি বামফ্রন্ট প্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন৷ তিনিও জায়গা পেয়েছেন নতুন রাজ্য কমিটিতে। 

57

কসবা বিধানসভা কেন্দ্র থেকে পর পর তিনবার সিপিএমের প্রার্থী হয়েও বামেদেরকে একবারও এনে দিতে পারেনি শতরূপ। তবে বর্তমান বাম আন্দোলনে বরাবরই যে সমস্ত তরুণ নেতাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে শতরূপ বরাবরই প্রথমসারিতে থেকেছেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও বামেদের হয়ে প্রচারে তাঁর জুড়ি মেলা ভার। এই সম্মেলনে তার উপরেও ভরসা রেখেছে রাজ্য কমিটি। 

67

একুশের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি সিঙ্গুর আসনটিও হাইভোল্টেজ ছিল। সেই কেন্দ্র থেকে BJP-র রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও তৃণমূলের বেচারাম মান্নার সাথে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন SFI এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনিও জায়গা পেয়েছেন নতুন রাজ্য কমিটিতে। 

77

বিধানসভা ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সিপিআইএম। দলের প্রার্থী হিসেবে একঝাঁক তরুণ মুখকে দেখা গিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এসএফআই নেতা প্রতীক উর রহমান। রাজ্য সম্মেলনে এই তরুণ নেতাকেও রাজ্য কমিটির সদস্য পদ দেওয়া হয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos