২০১১ সালেই বাংলায় পতন হয়েছে সিপিআইএম(CPIM) রাজত্বের। তারপর দুটো লোকসভা, বিধানসভা ভোটেও ভরাডুবিই হয়েছে বামফ্রন্টের(Left front)। এমনকি পুরসভা, পঞ্চায়েত ভোটেও বামেদের ভোট শতাংশ অত্যন্ত নগণ্য ছিল। অনেকেই মনে করতেন, বিভিন্ন দলগত ভুলের কারণেই ঘুরে দাঁড়াতে পারছেনা সিপিএম(CPIM in West Bengal)। তারমধ্যে অন্যতম কারণ হল সাদা চুলের নেতাদের গদি না ছাড়া। আজকের রাজ্য সম্মেলনের পর এই অভিযোগকে কার্যত নস্যাত করে দেওয়ার ক্ষমতা রাখে সিপিএম, তাই আবার প্রমাণ করে দিল বঙ্গ বামেরা।