পুরুলিয়া জেলার অন্যতম বিগ বাজেটের পুজো। নিতুরিয়া দুব্বেশ্বরী কলিয়ারী সর্বজনীন দুর্গোৎসব। হাইকোর্টের নির্দেশ মেনে কার্যত দর্শক শূন্য থাকাল পুজো মণ্ডপ। মহামান্য আদালতের রায়কে মান্যতা দিয়ে দর্শক ছাড়াই সব রীতি মেনেই পুজো হল এ বছর। অন্যান্য বছর পুজোর জমজমাট ভিড় থাকলেও। এবছর করোনার থাবায় সবকিছুই মলিন হয়ে গিয়েছে।