এলাকার কোনও পুকুর বা বড় জলাশয়ে ধান, আঁখ ও বটগাছের ডাল একসঙ্গে বেঁধে পুজো করেন মহিলারা। পাশে রাখা থাকে শিয়াল ও শকুন। বলা হয়, আগের দিনে শিয়াল ও শকুন সংখ্যা বাড়লে না মহামারি দেখা দিত! সেই বিশ্বাস থেকে এই প্রাণী দুটিকে দূরে পাঠিয়ে মহিলারা সন্তানদের মঙ্গলকামনা করেন।