পুজো কমিটির সম্পাদক হীরালাল মাজি জানান, এবছর এগারো বছরে পা দিল ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন। গত বছরের তুলনায় বাজেটে অনেক কাটছাঁট করা হয়েছে। এবছরের থিম 'শিউলি ফুল রাশে রাশে, মা আছেন আশেপাশে'। অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পুজো দেখাবেন উদ্য়োক্তারা।