মূল্যবৃদ্ধির আবহে ব্যাটারি চালিত অ্যাম্বিল্যান্স। শনিবার সেই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল হুগলির চাঁপদানি পুরসভা এলাকায়। এক ঘণ্টা চার্জন করলে চলবে একশো কিলোমিটার। ব্যাটারি চালিত এই অ্যাম্বুল্যান্সে রয়েছে রোগীদের সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা। চাঁপগদানি নগরবাসীকে সম্পূর্ণ নিখরচায় এই পরিষেবা দেবে পুরপ্রশাসক সুরেশ মিশ্র। ব্যাটারি চালিত এই অ্যাম্বুল্যান্স তৈরি করেন হুগলির মোটর্স কোম্পানির কর্ণধার শেখ নাসিরুদ্দিন।