- Home
- West Bengal
- West Bengal News
- পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
WB Winter Forecast: সরস্বতী পুজো কাটতে না কাটতেই ফের রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে পারদ নামল অনেকটাই। কেমন থাকবে আজকের আবহাওয়া? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুপ আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোর দিন কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো- ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ বজায় ছিলো। ফলে সপ্তাহান্তে ফের বাড়ল শীতের আমেজ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
পৌষের কনকনে ঠান্ডা আর নেই দক্ষিণবঙ্গে। তবে হালকা শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এদিকে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। সবমিলিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল
হাওয়া অফিস সূত্রে খবর, * দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্দ্ধমুখী হচ্ছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। কমবে শীতের আমেজ। তবে কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর সরস্বতী পুজোর দিন কিছুটা হলেও উষ্ণ থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়লে বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ভয়ঙ্কর কুয়াশা পড়ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আপাতত আগামী পাঁচ দিন। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও গরম ফিল হবে না। তবে ধীরে ধীরে শীতের আমেজ কমবে উত্তরেও।
বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা
বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া জেলার উলুবেড়িয়ায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার এবং কলাইকুন্ডাতে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল এবং ঝাড়গ্রামে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। সল্টলেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য অনেকটা হওয়াতে বেশি গরম অনুভূত হয়েছে। উলুবেড়িয়াতে এই পার্থক্য ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

