প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকেরা এবার থেকে অনলাইনেই আবেদন করতে পারবেন নিজেদের বদলির জন্য।
বুধবার শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের একটি পোর্টাল সামনে আনল রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
যেখানে মিলবে একাধিক সুযোগ সুবিধে। এবার আর বদলির আবেদনের জন্য একাধিক দরজায় ঘোরা নয়। এখানেই ইচ্ছে মত বদলির আবেদন করা যাবে।
শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী তা পরবর্তী সাত দিনের মধ্যে ক্ষতিয়ে দেখতে হবে। স্কুলে যদি পর্যপ্ত পরিমাণে শিক্ষক থাকে তবে তা গ্রহণ করে নেওয়া হবে।
একাধিকবার সামনে উঠে এসেছিল অভিযোগ, এই বদলির নাম করে অনেকে টাকা দাবি করে থাকেন। এবার আর কোনও টাকার উল্লেখই থাকছে না।
সবটাতে একটা স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।
এই পোর্টালের জন্য আগে যে ধরনের সমস্যার সন্মুখীন হতে হত শিক্ষকদের, তা আর পোহাতে হবে না। যার ফলে হাসি ফিরছে শিক্ষকদের মুখে।
Jayita Chandra