শিক্ষকদের জন্য সুখবর, বদলির আবেদন করা যাবে অনলাইনে, রাজ্য সরকারের বড় ঘোষণা
শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। বদলি নিয়ে একাধিক সমস্যা। কখনও টাকার চাহিদা, কখনও আবারসমস্যা সৃষ্টি করত কাগজ পত্র। দীর্ঘ অপেক্ষার পর মিলত উত্তর। এবার আর সেই সমস্যার সন্মুখীন হওয়া নয়। রাজ্য সরকার এবার শোনালো সুখবর।