শুনশান রাতে রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে ভূতের দল। পথ চলতি মানুষ দেখলেই তাঁদের কাছে গিয়ে গান শোনাচ্ছেন তাঁরা। গান শুনিয়ে পথ চলতি সাধারণ মানুষকে চকলেট উপহার দিচ্ছেন তাঁরা। কেউ কেউ প্রথমে ভয় পেলেও। কিছুক্ষণ পর তাঁদের ভয় কেটে যায়। ভুতেদের আদর আপ্যায়ণে মুগ্ধ হয় সাধারণ মানুষ। নজিরবিহীন এই ঘটনাটি রায়গঞ্জ শহরের। ৩১ অক্টোবর হ্যালোইন ডে উপলক্ষে বিশ্বের সঙ্গে এই দিনটি পালন করলেন রায়গঞ্জের যুবক যুবতীরা। সাধারণ মানুষের মনে একটু খানি হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।