এই সমাজে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানান চাপ, বাধা বিপত্তি। কিন্তু দেখা যায় এরইমধ্যে পুরুষেরা তাঁদের নিজেদের আনন্দটুকু অনায়াসেই উপভোগ করে নেয় অথচ রমনীরা তা পারেনা। তারাও তো সংসারের বা নিজের কর্মস্থলের চাপে পিষ্ট হয়ে থাকেন। তাই আগাম বসন্ত উৎসবে মেতে উঠলেন এখানের মহিলারা।