আর মাত্র কয়েকদিন পরই দোল। রঙে রঙে ভরে উঠবে চারিপাশ। ইতিমধ্যেই বাজারে রং বিক্রি শুরু হয়ে গিয়েছে। কিন্তু, রঙের মধ্যে এখন এমন সব কেমিকাল মেশানো হয় যা শরীর ও ত্বকের পক্ষে খুবই খারাপ। এমনকী, আবিরেও এখন অনেক ধরনের কেমিক্যাল মেশায়। ফলে তাঁ শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আর সেই কারণেই এবার পলাশ ফুল দিয়ে ভেষজ আবির তৈরি করেছেন পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।