দেশের গর্ব কলকতার মহাশ্বেতা, এই মহিলা পাইলটের হাত ধরেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন শতাধিক পড়ুয়া

ইউক্রেন থেকে পড়ুয়া উদ্ধারের এই অভিযানে সামিল হয়েছিল কলকাতার নিউটাউনের মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী। যাকে নিয়েই আজ গর্ব করছে গোটা দেশ। 

Jaydeep Das | Published : Mar 11, 2022 1:08 PM IST / Updated: Mar 11 2022, 07:51 PM IST
110
দেশের গর্ব কলকতার মহাশ্বেতা, এই মহিলা পাইলটের হাত ধরেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন শতাধিক পড়ুয়া

ইউক্রেন থেকে পড়ুয়া উদ্ধারের এই অভিযানে সামিল হয়েছিল কলকাতার নিউটাউনের মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী। যাকে নিয়েই আজ গর্ব করছে গোটা দেশ।

210

কলকাতার নিউ টাউনের ২৪ বছর বয়সী পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ৮০০ জনেরও বেশি ছাত্রকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

310

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অধ্যয়নরত শিক্ষার্থীরা পোল্যান্ড ও হাঙ্গেরির সীমান্তে আটকা পড়েছিল। অপারেশন গঙ্গার অধীনে, মহাশ্বেতা চক্রবর্তী ২টি ফ্লাইটের মাধ্যমে পোল্যান্ড থেকে ছাত্রদের ভারতে আনতে বিশেষ অবদান রেখেছিলেন। 

410

মহাশ্বেতা চক্রবর্তী হাঙ্গেরির দুটি ফ্লাইটের পাইলটও হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে, তিনি অনেক ভারতীয়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছেন। যার জন্য তাঁর প্রশংসাও করেছে গোটা দেশ।

510

নিজের এই দুর্দান্ত কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে মহাশ্বেতা বলেন, “গভীর রাতে ফোনটা এসেছিল। বলা হয়েছিল যে আমাকে অপারেশন গঙ্গার জন্য নির্বাচিত করা হয়েছে। যার কাজ ইউক্রেনে আটকে থাকাদের উদ্ধার করা।”
 

610

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন “মাত্র ২ ঘণ্টায় আমি আমার ব্যাগ প্যাক করেছিলাম এবং বেরিয়ে পড়েছিল। ওই রাতেই আমি ইস্তানবুল চলে যাই। পোল্যান্ড থেকে কীভাবে উদ্ধার অভিযান হবে তা আমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই আমি অবিলম্বে ২ ঘন্টার মধ্যে নিজেকে প্রস্তুত করি এবং ইস্তাম্বুলে উড়ে যাই।”

710

এদিকে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ভারতীয়দের বের করে আনতে ভারত সরকার ৭৭টি ফ্লাইটের মাধ্যমে অপারেশন গঙ্গা পরিচালনা করছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট সহ অনেক বেসরকারী বিমান সংস্থাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

810

তবে শুধু মহাশ্বেতা একা এমন নন, অনেক নারী পাইলট আছেন যারা অতীতে দেশ ও দেশবাসীর জন্য ইতিহাস সৃষ্টির কাজ করেছেন। পাইলট লক্ষ্মী জোশী, প্রিয়া আগরওয়াল সহ অনেক মহিলা রয়েছেন যারা সারা জীবনটাই মানুষের সেবায় কাটিয়ে দিয়েছেন। 

910

লক্ষ্মী জোশী, একজন মহিলা পাইলট যিনি করোনা মহামারীতে বিদেশ থেকে অনেক ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেছিসেন। সেই সময় ভারত সরকার করোনা মহামারীর সময় বিদেশে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়কে ফিরিয়ে আনতে 'বন্দে ভারত মিশন' চালু করেছিল।

1010

এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন জোয়া আগরওয়ালও এরকম অনেক মিশন পরিচালনা করেছেন। জোয়া মহিলা পাইলটদের একটি দলকে নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই দলটিই আবার বিশ্বের দীর্ঘতম বিমানপথে যাত্রাও করেছিল বলে জানা যায়।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos