Published : Feb 14, 2021, 02:49 PM ISTUpdated : Feb 14, 2021, 02:50 PM IST
ফের উট পাচারের ঘটনা কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় সশরীরে উদ্ধার ৭ টি উট। কালিয়াগঞ্জের কালুডাঙ্গির ঘটনায় হইচই গ্রামে।শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের কালুডাঙ্গিতে। সূদুর রাজস্থান থেকে এই উট গুলিকে কালিয়াগঞ্জে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় তিন ঘন্টার অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে উট গুলিকে উদ্ধার করা হয়।
ফের উট পাচারের ঘটনা কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় সশরীরে উদ্ধার ৭ টি উট। কালিয়াগঞ্জের কালুডাঙ্গির ঘটনায় হইচই গ্রামে।
26
শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের কালুডাঙ্গিতে। সূদুর রাজস্থান থেকে এই উট গুলিকে কালিয়াগঞ্জে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে।
36
গোপন সূত্রে খবর পেয়ে গৌ জ্ঞান ফাউন্ডেশন, এনিম্যাল হেল্প লাইন শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সদস্যরা কালিয়াগঞ্জ পুলিশের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে উট গুলিকে উদ্ধার করে।
46
পাচারকারীরা সবাই পলাতক। উদ্ধার করা উট গুলো এখন কালিয়াগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে।
56
কালিয়াগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে সবগুলো উটকেই পাঠানো হবে রাজস্থান এর সিরোহির পশু পুনর্বাসন কেন্দ্রে।
66
উল্লেখ্য কিছুদিন আগেই কালিয়াগঞ্জ এর মালগাঁও থেকে তিনটি উট কে উদ্ধার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।