ঝলমলে আকাশ, ভাদ্র মাসেই শিলিগুড়ি থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। আর সেই ছবি তুলতে ব্যস্ত শহরবাসী। এমনিতেই প্রত্যেক বছর পুজোর পর অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে শিলিগুড়ি থেকে। তবে এবার তার আগেই দেখা মিলছে। পুজোর আগে এই দৃশ্যে যে পাহাড়ে পর্যটন বাড়বে তা বলার অবকাশ রাখে না।