করোনা আবহের মধ্যে মহাষ্টমীতে রীতি মেনেই পালিত হল কালী পুজো। পুরুলিয়ার নিতুরিয়া রামকৃষ্ণ কালী মন্দিরে কুমারী পুজো করলেন স্বামী শিবতত্বানন্দজী। জানা যায়, স্বামী বিবেকানন্দের হাত ধরে এই কালী মন্দিরে কুমারী পুজোর আয়োজন করা হয়। জগতের মঙ্গল কামনার জন্য মহাষ্টমীর পূন্য লগ্নে কুমারী পুজো হয়ে থাকে। নিতুরিয়ার ওই আশ্রমে প্রায় তিরিশ বছর ধরে আসছেনম মহারাজ শিবতত্বানন্দজী।