লকডাউনেও হাট বসল উত্তর দিনাজপুরে, মাস্ক না পরেই ভিড় জমাল ভিনরাজ্যের মানুষ

এ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কিন্তু লকডাউন আর মানছে কে! হাট বসল উত্তর দিনাজপুরে। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। মাস্ক ছাড়াই গা ঘেঁষাঘেষি করে চলল কেনা-বেচা। স্থানীয় বাসিন্দারাই শুধু নন, হাটে ভিড় জমেছিল বহিরাগতদেরও! বেশিরভাগই বিহারের বাসিন্দা। ভয়াবহ ছবি ধরা পড়ল করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি এলাকায়।

Asianet News Bangla | Published : May 7, 2020 11:28 PM
16
লকডাউনেও হাট বসল উত্তর দিনাজপুরে, মাস্ক না পরেই ভিড় জমাল ভিনরাজ্যের মানুষ

কোথাও ব্রজ আঁটুনি, কোথাও আবার কিছু ছাড়। তৃতীয় দফায় ফের মেয়াদ বেড়েছে লকডাউনের।

26

গ্রিনজোন(যেখানে ২১ দিনে কেউ সংক্রমিত হননি ) এবং অরেঞ্জ জোনে (যেখানে সংক্রমণ তুলনামূলকভাবে কম) অর্থনৈতিক কার্যকলাপে কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। মদের দোকান অবশ্য খুলেছে রেড জোনেও(যেখানে সংক্রমণের হার সবচেয়ে বেশি)।

36

এখনও পর্যন্ত করোনা আক্রান্তের হদিশ মেলেনি। উত্তর দিনাজপুর জেলা গ্রিনজোন। আর তাতেই কি ঘটল বিপত্তি? 

46

বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসেছিল বিহার লাগোয়া করণদিঘির টুঙ্গিদিঘি এলাকায়। হাটে ক্রেতার অভাব ছিল না। পড়শি রাজ্য থেকেও এসেছিলেম বহু মানুষও।

56

সামাজিক দূরত্বের কথা তো ছেড়েই দিন, ক্রেতা ও বিক্রেতা কারও মুখেই ছিল না মাস্ক। দিব্যি চলল কেনা-বেচা।

66

করোনা সংক্রমণ ছড়াবে না তো? আতঙ্কিত অনেকেই। ঘটনার  নজরে আসার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos