এ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কিন্তু লকডাউন আর মানছে কে! হাট বসল উত্তর দিনাজপুরে। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। মাস্ক ছাড়াই গা ঘেঁষাঘেষি করে চলল কেনা-বেচা। স্থানীয় বাসিন্দারাই শুধু নন, হাটে ভিড় জমেছিল বহিরাগতদেরও! বেশিরভাগই বিহারের বাসিন্দা। ভয়াবহ ছবি ধরা পড়ল করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি এলাকায়।