বৃহস্পতিবার রীতিমতো মাইকিং করে এলাকায় প্রচার চালিয়েছে খোদ ডানকুনি পুরসভা প্রশাসক হাসিনা শবনম। আপাতত সিদ্ধান্ত হয়েছে, বাজার বসার তো প্রশ্নই নেই, ওষুধের দোকান ছাড়া আর কোনও দোকান খোলা যাবে না। তবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে মুদি দোকানগুলি। দুপুর একটা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন।