অষ্টমীর সন্ধীক্ষণে মল্ল রাজাদের হুঙ্কার, কামান দাগানোর শব্দে গর্জে উঠল বিষ্ণুপুর

এক হাজার চব্বিশ বছরের ঐতিহ্য। বাঁকুড়া বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের প্রাচীন আজও ঐতিহ্য বজায় রেখে চলেছে। মহাষ্টমীতে পাহাড়ের কোলে হুঙ্কার দিল মল্ল রাজাদের কামান। প্রাচীন ঐতিহ্যের মা মৃন্ময়ীর পুজোয় ঘিরে প্রসাদ বিতরণ। করোনা সুরক্ষা বিধি মেনে পুজোর যাবতীয় ব্যবস্থার আয়োজন করা হয়। করোনা আবহের মধ্যে হলেও সব রীতি রেওয়াজ মেনে প্রতি বছর পুজো হয়। অন্যান্য বছর জন সমাগম হলেও, করোনার থাবায় এবচৎ ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

Asianet News Bangla | Published : Oct 24, 2020 8:50 PM
15
অষ্টমীর সন্ধীক্ষণে মল্ল রাজাদের হুঙ্কার, কামান দাগানোর শব্দে গর্জে  উঠল বিষ্ণুপুর

হাজারো বছরের প্রাচীন ঐতিহ্য। আজও বহন করেছে মল্লরাজ পরিবার। রাজপাট না থাকলে কী হবে, দুর্গা পুজোর সময় রাজকীয় রীতি রেওয়াজ মানা বাঞ্ছনীয়। করোনা আবহের মধ্যে কামান দাগিয়ে শত্রুপক্ষকে হুঙ্কার দিল মল্ল রাজারা।

25

মহাষ্টমীর সন্ধীক্ষণে গর্জে উঠল মল্লরাজ পরিবারের কামান। একের পর এক কামানের গর্জে ওঠার ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। 

35


বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজ পরিবার কামান দাগা হয়। শত্রুপক্ষ যুদ্ধের জানান দিতে এভাবেই গর্জে উঠত মল্লরাজ পরিবার। প্রাচীন সেই ঐতিহ্যে আজও কোনও ছেদ পড়েনি। দেবী মৃন্ময়ীর পুজো ঘিরে আজও জমজমাট রাজবাড়ি।

45

সময়টা ৯৫৭ খ্রীষ্টাব্দ। ১৯তম মল্ল রাজা এক অলৌকিক দৃশ্য দেখে স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী মৃন্ময়ীর স্বপ্নাদেশে রাজবাড়িতে পুজো হয়ে আসছে ১০২৪ বছর ধরে।

55


বিষ্ণুপুরে মল্লরাজ পরিবারে মৃন্ময়ী পুজো মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে মহাষ্টমীতে তপোধ্বনি ধ্বনিত হল। রাজ পরিবারের এই তপোধ্বনি দেখতে ভিড় জমে মন্দির চত্বরে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos