বুধবার মন্ত্রিসভআর নতুন সদস্যদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি জানিয়েছিলেন বুধবার মন্ত্রিসভার রদবদল হবে। সেই অনুযায়ী এদিন মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেলন মমতা। স্কুল শিক্ষক দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর তিনটি দফতর নিজের হাতেই রেখেছিলেন মমতা। তখনই তিনি জানিয়েছেন মন্ত্রিসভা ঢেলে সাজাবেন। তখনই দায়িত্ব বন্টন করবেন। সেই সঙ্গে মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুব্রত মুখপাধ্যায় ও সাধন পাণ্ডে। তাঁদের মৃত্যুতেও গুরুত্বপূর্ণ দফতরগুলি প্রায় খালি পড়েছিল। কাই মন্ত্রিসভার রদবদল জরুরি ছিল। মোট আট জনকে নিয়ে আসা হয়েছে মন্ত্রিসভায়। যাদের মধ্যে পাঁচ জন পূর্ণ মন্ত্রী। আর বাকি তিন জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার উল্লেখযোগ্য নাম হল বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ।