রাজনৈতিক উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়ে আজ মমতার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন তিনি। বাবা তথা বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহর হাত থেকেই রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। বামেদের টিকিটে দিনহাট বিধায়ক হন। ২০০৬ সালে হারেন। ২০১১লে সিংহ প্রতীকে বামেদের প্রার্থী হয়ে জেতেন। তারপরই সকলকে চমকে দিয়ে ২০১৬ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে পা রাখেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামানিকের কাছে হেরে যান। কিন্তু নিশীথ বিধায়ক পদ ছেড়ে দেওয়া উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন। এবার তিনি রাজ্যের মন্ত্রী হলেন।