নিহত দুই ছাত্রের পরিবার তো বটেই, সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে গিয়েছে বিজেপি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। খাতায়-কলম অবশ্য দাঁড়িভিটকাণ্ডে তদন্ত করছে সিআইডি। কিন্তু দোষীরা কবে শনাক্ত করা যাবে? তাঁদের আদৌও শাস্তি হবে তো? উত্তর জানা নেই কারও।