কালোবাজারি রুখতে ভ্রাম্যমাণ আলু বিক্রয়কেন্দ্র, অভিনব উদ্যোগ ব্যবসায়ী সংগঠনের

সবজি বাজারে আগুন, আলু কিনতে গিয়ে পকেটে টান আম বাঙালির। কালো বাজারি চলছে না তো? ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে আলু পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ব্য়বসায়ীদের সংগঠনই। ভ্রাম্যমান আলু বিক্রয় কেন্দ্র চালু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
 

Asianet News Bangla | Published : Sep 14, 2020 3:09 PM
15
কালোবাজারি রুখতে ভ্রাম্যমাণ আলু বিক্রয়কেন্দ্র, অভিনব উদ্যোগ ব্যবসায়ী সংগঠনের

এক কেজি আলুর দাম ৩৫ টাকা! সকালে থলি হাতে বাজারে গিয়ে মাথায় হাত ক্রেতাদের। খুব তাড়াতাড়ি যে দাম কমে যাবে, সে নিশ্চয়তাও নেই।
 

25

আলুর দাম বাড়ছে কেন? করোনা আবহে তাহলে কি দেদার কালো বাজারি চলছে? নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যে পাইকারি ও খুচরো বাজারে আলুর দাম বেঁধে দিয়েছে নবান্ন। 
 

35

সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা ২২ টাকা কেজি দরে আলু কিনে ২৫ টাকায় বিক্রি করবেন খুচরো ব্যবসায়ীদের। খোলা বাজারে আলুর দাম কেজিতে ২৭ টাকার বেশি নেওয়া যাবে না।
 

45

কালোবাজারি ও মজুদারি রুখতে কলকাতা-সহ জেলার বিভিন্ন বাজারে অভিযানও চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু তাতেও সাধারণ মানুষের দুর্ভোগ আর কমছে কই!
 

55

এই পরিস্থিতিতে এবার আলুর কালোবাজারি রুখতে উদ্যোগ নিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার থেকে শহরে চালু হল ভ্রাম্যমাণ আলু বিক্রয়কেন্দ্র। দাম? কেজি প্রতি মাত্র ২৫ টাকা। খুশি  মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos