মিউট সোয়ান মূলত রাশিয়া, চিন, মঙ্গোলিয়াতে দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও কিছু পরিমাণে এই রাজহাঁস রয়েছে। সাধারণত পার্কে, লেকে, ব্য়ক্তিগত সংগ্রহে এগুলি থাকে। আর এবার সেই বিরল প্রজাতির রাজহাঁসের দেখা মিলল কলকাতা থেকে কিছুটা দূরে বারুইপুরে।