বসন্ত উৎসবে মেতে উঠেছে নিউটাউন থেকে বেলুড় মঠ, দেখুন ছবি

শুক্রবার নিউটাউনের রবীন্দ্র তীর্থে পালিত হল বসন্ত উৎসব। প্রভাত ফেরি দিয়ে শুরু হয়ে নাচে গানে পালিত হল বসন্ত উৎসব। তবে শুধু নিউটাউনই নয়, গলফগ্রীণ-সহ প্রতি বছরের ন্যায় এ বছরও বেলুড়মঠে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। চলুন দেখে নেওয়া যাক সেই ছবি।

Web Desk - ANB | Published : Mar 18, 2022 5:41 AM IST / Updated: Mar 18 2022, 11:58 AM IST
110
বসন্ত উৎসবে মেতে উঠেছে নিউটাউন থেকে বেলুড় মঠ, দেখুন ছবি

গলফ গ্রীণ সেন্ট্রাল পার্কের বসন্ত উৎসব যাকে বসন্ত উৎসবের দিন মিনি শান্তিনিকেতন বলা হয়। অতীতে এ বসন্ত উৎসবের সঙ্গে যুক্ত থাকতেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

210

 শুক্রবার দোলযাত্রা উপলক্ষে কলকাতা সহ রাজ্য মেতে উঠেছে৷ অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা।  রঙের উৎসবে মেতে বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব৷ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি।

310

বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব।  বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব

410

আজ নিউটাউন- এর রবীন্দ্র তীর্থে পালিত হলো বসন্ত উৎসব।এই উৎসবে উপস্থিত ছিলেন এন কে ডি এ চেয়ারম্যান দেবাশীষ সেন ,হিডকো আধিকারিক সহ নিউটাউন বাসিন্দারা। 

510

বসন্ত উৎসবে নিউটাউন- এর রবীন্দ্র তীর্থে প্রভাত ফেরি দিয়ে শুরু হয়ে নাচে গানে পালিত হলো বসন্ত উৎসব।এর পর শুরু হয় আবির খেলা। স্টেজে নৃত্য পরিবেশন করছে কচিকাচারা।

610

বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবার নিউটাউনের রবীন্দ্র তীর্থে চলল ডাণ্ডিয়া খেলাও। হলুদ-মেরুন শাড়িতে রং এর ছোয়ায় মেতে উঠল গোটা এলাকা।

710

প্রতি বছরের ন্যায় এ বছরও বেলুড়মঠে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব ।  এই দিনটিতে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সন্ন্যাসী ঊষা কীর্তন এর মাধ্যমে রামকৃষ্ণ মন্দির প্রদক্ষিণ করে।  হারমনিয়াম, খোল-কত্তাল সহযোগে ভরে উঠল গানে।

810

 বেলুড়মঠে সাড়ম্বরে ঢোল কীর্তন নিয়ে নৃত্যের মাধ্যমে রং আবিরের খেলা অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি । উপভোগ করল সকল ভক্তরা বহু প্রাচীন থেকে দোল উৎসবে সন্ন্যাসী মহারাজ রা আবির রঙে ঢোল করতাল বাজিয়ে উৎসবে মেতে ওঠেন । 

910

  বেলুড়মঠে  প্রথা মেনে আজও পালিত হয় দোল উৎসব । শুক্রবার সকালে রঙে রঙে ভরে গেল গোট বেলুড় মঠ। মহারাজরা শূন্যে ছুড়ে দিলেন খুশির আবির।

1010

সল্টলেক এজে ব্লক এর আবাসিক বৃন্দ পক্ষ থেকে বসন্ত উৎসব পালন হরিরাম এবং বাউল গানের মধ্য দিয়ে প্রভাত ফেরী একপ্রকার অভিনব পদ্ধতিতে এই বসন্ত উৎসব পালন মহিলা থেকে শুরু করে প্রত্যেককে দেখা গেল বাউল গান এবং হরিনামের সঙ্গে পা মেলাতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos