রাত পোহালেই দোল (Holi 2022)। রঙের উৎসবে মাতোয়ারা হতে দোলের একদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আপামর বাঙালি। শহর কলকাতা হোক বা জেলা, সর্বত্রই রঙ কেনার হিড়িক দেখা যাচ্ছে জনসাধরণের মধ্যে। কচিকাচাদের মধ্যেও দেখা যাচ্ছে তুমুল উন্মাদনা। এরমধ্যেই দোল উপলক্ষ্যে এক অনন্য ছবি দেখতে পাওয়া গেল বিধাননগরে।
করোনা কাঁটার জেরে গত প্রায় ২ বছরে ধরে দোলে পড়েছিল কোপ। মনে উৎসবের আমেজ থাকলেও বাস্তবে রঙের উৎসবে মেতে উঠতে পারছিল না দেশবাসী। এবার অনেকটাই কমেছে করোনার প্রকোপ। আর তাতেই নতুন করে সেজে উঠতে শুরু ঋতুরাজ বসন্ত।
28
দোলের আগেই বৃহষ্পতিবার সকালে "জীবন্ত রাধাকৃষ্ণের দোল উৎসব" পালন হয়ে গেল বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডে। সল্টলেক দত্তবাদের বাসিন্দারাই মূলত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
38
জীবন্ত রাধাকৃষ্ণের পাশাপাশি গোপীদেরকেও দেখা যায় বিভিন্ন রঙের আবির নিয়ে খেলা করতে। সব মিলিয়ে বলা যায় রাধাকৃষ্ণের প্রেমলীলা ফুটিয়ে তোলা হয়েছে দোল উৎসবের মধ্য দিয়ে।
48
এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তারা বলেন, “এলাকার মানুষকে শান্তির বার্তা দিতেই আমাদের আজকের এই অনুষ্ঠান। আগামীকাল সুষ্ঠভাবে শান্তিতে যাতে সকলে উৎসবে মেতে উঠেনে সেটাই আমরা চাই।”
58
এদিনের অনুষ্ঠানে যিনি কৃষ্ণ সেজেছেন সেই শুভজিত দাস অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বলেন, “আজকে বসন্তের কিছু গানে নাচলাম, রাধাকৃষ্ণের কিছু গানে নাচলাম, উত্সব হল, আনন্দ পেলাম ভালো লাগলো। এত কষ্টের মধ্যে কোথা থেকে যেন একটা অনাবিল আনন্দের ডাক পেলাম।”
68
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই রঙের মেলায় মেতে উঠবে বঙ্গবাসী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় প্রতি জায়গাতেই দেখা যাচ্ছে তার প্রতিচ্ছবি।
78
এদিকে দোল পূর্ণিমা বা দোল যাত্রা, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সব। বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উত্সব মহাসমারোহে পালিত হয়ে থাকে।
88
এদিকে দোল পূর্ণিমা বা দোল যাত্রা, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সব। বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উত্সব মহাসমারোহে পালিত হয়ে থাকে।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেজন্যে বাংলার নবদ্বীপেও আয়োজন করা হয় বিশেষ দোল উৎসবের।