মাতৃ আরাধনার ২৮তম বর্ষে এবং থিম পুজোর ৮'তম বছরে পা দিল। নিমতা সার্বজনীন শ্যামাপূজা কমিটির এবছরের নিবেদন-'পরিত্রাণ'। এই বছরের প্রশাসন নির্দেশিত সমগ্র কোভিড বিধি ও নির্দেশিকা মেনে,দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব থেকেই মন্ডপ ও মাতৃ প্রতিমা পরিদর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে। কোভিড রুখতে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের মধ্যে তা বিতরণের ব্যবস্থাও করা হচ্ছে।