এই বছরের প্রশাসন নির্দেশিত সমগ্র কোভিড বিধি ও নির্দেশিকা মেনে,দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব থেকেই মন্ডপ ও মাতৃ প্রতিমা পরিদর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে। কোভিড রুখতে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের মধ্যে তা বিতরণের ব্যবস্থাও করা হচ্ছে।
'সঙ্কট দূর করে,শুভ্রালোকের দিকে যাত্রাপথে;সমগ্র বিশ্ব তথা মানবসমাজের হিতার্থে কঠিন সময়ের বিবর্তন ও আবর্তনের মধ্যে দিয়েই,কালের নিয়মে মাতৃশক্তির আবাহন এভাবেই মহাজাগতিক 'পরিত্রাণ'-র গল্প বলবে,আমাদের এই বছরের পুজো মন্ডপ,' জানাল নিমতা সার্বজনীন শ্যামাপূজা কমিটি।