মুর্শিদাবাদের লালগোলায় শ্রীমন্তপুরেলর কালীপুজোর অজানা ইতিহাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র থেকে বিদ্রোহী কবি নজরুল। আজও স্মৃতি বহন করে এই তারা মায়ের পুজোর। ঐতিহাসিক এবং শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরের ঐতিহ্য ও সুখ্যাতি আজও সকলের মুখে মুখে। ১৭৯০ সালে লালগোলার রাজা রাও রামশঙ্কর স্বপ্নাদেশে এখানে কালী পুজোর নির্দেশ পান। সেইমতো, পদ্মানদীতে হঠাৎই দেবীর কাঠামো ভাসতে দেখেন। তারপরই মন্দির নির্মাণ করে শুরু হয় কালী পুজো।