পুরনো শত্রতার জেরে প্রতিবেশী যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠেছে এক এনভিএফ কর্মীর বিরুদ্ধে। ফেরার অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজনা জনতা। ভাঙচুর চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যুবকের মাথায় গুলি লাগায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বাছুর ডোবা এলাকায়। ঘটনার জেরে গোটা এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।