পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাটের তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয়েছে প্রচুর গয়না। প্রথমে ডায়মন্ড সিটি তারপর বেলঘরিয়া দুটি ফ্ল্যাটে টাকার পাহাড় দেখে ইডি কর্তাদের মাথায় হাত উঠেছে। এই অবস্থায় টাকা গুণতে নিয়ে আসা হয়েছে মেশিন। নেওয়া হয়েছে ব্যাঙ্ক কর্মীদের সাহায্য। প্রশ্ন উঠতে শুরু করেছে এই টাকা কার? এখনও পর্যন্ত টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও মন্তব্য সামনে আসেনি। কিন্তু অর্পিতা প্রথম থেকে এপর্যন্ত নিজের মন্তব্যে অনড়। জানিয়েছেন এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। টাকা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।