এবার বন্ধ জেলায় দুর্গা দর্শন, পুজো পরিক্রমার প্ল্যানিং-এ করোনা কোপ, থাকছে নতুন কী, জেনে নিন

Published : Oct 12, 2020, 01:39 PM IST

হাতে গুণে আর দশটা দিন বাকি। চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। তবে করোনার জন্য যেমন কমেছে আয়জন, ঠিক তেমন ভাবেই অন্য দিক থেকে বেড়ে গিয়েছে ব্যস্ততা। কখনও সামনে আসছে সুরক্ষা নিয়ে নানা বৈঠিক, কখনও আবার দুর্গাদর্শনের বিধি নিষেধ। 

PREV
17
এবার বন্ধ জেলায় দুর্গা দর্শন, পুজো পরিক্রমার প্ল্যানিং-এ করোনা কোপ, থাকছে নতুন কী, জেনে নিন

২০২০ পুজো পরিক্রমা প্ল্যানিং-এ একাধিক পরিবর্তণ। করোনা সংক্রমণের জেরে এবার বন্ধ জেলার ঠাকুর দর্শন। প্রতিবারই জেলায় জেলায় যেত বাস। 

27

এবার আগে থেকেই জেলার বিভিন্ন রাজবাড়ি ও জমিদার বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যে সেখানে এবার বাইরের কাউকে সেভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই তালিকা থেকে জেলার পুজো দর্শন বাদ। 

37

তবে শহর কলকাতার ঠাকুর ঘুরে দেখা যাবে। শুরু হয়েছে বুকিং। দেখা যাবে এসি ট্রামে চরে। সপ্তমী ও নবমী এই দুনিদ উত্তর ও দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার ব্যবস্থা।

47

তবে থাকছে না এবার ভোগ খাওয়ার কোনও ব্যবস্থা। একই ভাবে রামকৃষ্ণ মিশনের পুজোর চত্বরে বসারও ব্যবস্থা নেই। 

57

পাশাপাশি বেলুর ও অন্যন্য জায়গায় কুমারী পুজো দেখারও ব্যবস্থা থাকছে না।  তবে গঙ্গা বক্ষে ঘুরে এবার দেখা যাবে বিজয়া। প্রতিবারের মত এবারও সেই ব্যবস্থা রাখা হয়েছে। বুকিং করে নিতে হবে আগে থেকেই। 

67

গতবছর পুজো পরিক্রমা থেকে উপার্জন হয়েছিল ২১ লক্ষ টাকা। লাভের খাতায় ছিল ৯ লক্ষ টাকা। 

77

তবে এবার সেই খাতে বিস্তর ক্ষতির মুখ দেখার সম্ভাবনা। করোনার সংক্রমণ এড়াতেই এবার এমনই ব্যবস্থা করা হয়েছে। 

click me!

Recommended Stories