শুরু ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট, কী কী সমস্যার মুখে পড়তে চলেছে মধ্যবিত্ত

সোমবার থেকেই শুরু হয়ে গেল ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট। পথে নামছে না প্রায় ৬ লক্ষ ট্রাক। বিস্তর ক্ষতির মুখ দেখবে ব্যবসায়ী ও পাইকেরি বাজার। রাজ্যে ঢুকতেও দেওয়া হবে কোনও ভিন রাজ্যের ট্রাককে। যার ফলে বাজারে আগু দামের সম্ভাবনা

Jayita Chandra | Published : Oct 12, 2020 4:59 AM IST
18
শুরু ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট, কী কী সমস্যার মুখে পড়তে চলেছে মধ্যবিত্ত

পুজোর আগেই টানা ৩ দিনের এই ট্রাক ধর্মঘটে যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁবে, তা নিয়ে আর সন্দেহ নেই।   করোনা আবহে এমনিতেই সবাই পুজো অপেক্ষায় বসে আছে। সেই করোনা আবহেই বড়সড় প্রভাব ফেলতে পুজোর আগে ডাক ট্রাক ধর্মঘট।

28

সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে এই ধর্মঘট। পুজোর ঠিক মুখেই বড়সড় ধাক্কা। ১২ থেকে ১৮ অক্টোবর চলবে ট্রাক ধর্মঘট। 

38

এই ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। তিন দফার দাবিতে এই ধর্মঘটের ডাক। 

48

চালু করতে হবে এক্সেল লোড, নিয়ম মেনে যা বাংলার মুখে চালু করা হয়নি। বন্ধ করে দিতে হতে বেশি লোড। যা নিয়ে রাজ্য ও ট্রাক সংগঠনের তরজা তুঙ্গে। 

58

এই ধর্মঘটের জেরে ওড়িশা, তামিলনাড়ু, অসম, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, বিহার এবং বেঙ্গালুরু থেকে ট্রাককে বাংলাতে ঢুকতেও দেওয়া হবে না। 

68

যার ফলে বোঝাই যাচ্ছে এর এক দীর্ঘ প্রভাব পড়তে চলেছে বাজারে। হু হু করে বেড়ে যাবে জিনিসের দাম। পুজোর ঠিক মুখেই এই ট্রাক ধর্মঘটের কারণে মাথায় হাত মধ্যবিত্তের। 

78

বেড়ে যাবে জিনিসের দাম, পাশাপাশি আরও রাজ্যে বন্ধ হবে আমদানিও। যার ফলে বাজারে মজুত দ্রব্যের দামও বাড়বে এবার।

88

একেই করোনা কালে আর্খিত সঙ্কটে ভুগছে সকলে, তার মধ্যে এমন পরিস্থিতিতে কীভাবে সবটা সামলানো সম্ভব, তা এক কথায় বোঝা দায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos