জ্বালানীর মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে বামেরা। বৃহস্পতিবার পুলিশ ফাঁড়ির বাইরেই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাল বামপন্থী কর্মী সমর্থকেরা ।উল্লেখ্য, দেশের একাধিক শহরে আগেই পেট্রোল-ডিজেলের দাম একশো পার করে গিয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যন্ত্রনা থেকে বাদ যায়নি কলকাতাও। কার্যত লকডাউনের মাঝে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। তাই এদিন প্রতিবাদে নামল বামপন্থী কর্মী সমর্থকেরা । দেখুন ছবি।