বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ও এসডিপিও কুতুবুদ্দিন খান এই দুই আধিকারিক, শুধু এই গ্রাম নয় পার্বতীয়া গ্রামের জলবন্দী গ্রামবাসীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করা হয় প্রশাসনের উদ্যোগে। মহকুমা শাসক ও বিষ্ণুপুরের এস ডি পি ও কে ভুমিকাতে খুশি দুর্গত গ্রামবাসীরা।