কীভাবে মৌতড় কালীবাড়িতে পুজোর সূচনা হল? সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি, কয়েক শতাব্দী আগে মৌতড় গ্রামের বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন সাধক শোভরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখন যেখানে মন্দির রয়েছে, সেখানে পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে পুজোপাঠ শুরু করেছিলেন তিনি।