পুরুলিয়ার ঝালদার শীলফোড় পাহাড়ে কালী মাতার দর্শনে চড়তে হবে পাহাড়। ১২০টি সিঁড়ি বেয়ে কালী মাতার দর্শন করতে পাহাড় চড়তে হয় দর্শনার্থীদের। শতাব্দী প্রাচীন এই পুজোর সূচনা করেছিলেন এক সাধু। ঘটপুজোর মাধ্যমে প্রথম কালী পুজোর প্রচলন করেন। বর্তমানে ঝালদা পুরসভার উদ্যোগে সৌন্দার্যায়নের কাজ চলছে। পুজো সার্বজনীন হওয়ায় সহযোগিতা রয়েছে ঝালদা থানা ও পুরসভার।