সংসদে ধ্বনিভোটে কাজ হাসিল করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সদ্য পাস হওয়া কৃষিবিলের বিরুদ্ধে এ রাজ্যে আন্দোলন জারি রেখেছে তৃণমূল। মোষ টানা গাড়িতে চেপে প্রতিবাদ মিছিল বের করলেন শাসকদলের কর্মী-সমর্থকরা। হুগলির গোঘাটে।
Asianet News Bangla | Published : Sep 25, 2020 3:45 PM / Updated: Sep 25 2020, 03:47 PM IST
অত্যাবশকীয় পণ্যের তালিকা থেকে বাদ চাল-ডাল-আলু-পেঁয়াজ! সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রস্তাবিত কৃষিবিলের বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদ।
নয়া আইন লাঘু হওয়া যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখন রাজ্য জুড়ে প্রতিবাদ-আন্দোলনে ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই আন্দোলনে নেমে পড়েছেন দলের কর্মীরাও।
হুগলির গোঘাটে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। মোষের গাড়িতে চেপে সেই মিছিল শামিল হন কয়েকশো কৃষিজীবী মানুষ।