সংসদে যাই ঘটুক না কেন, তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দমবার পাত্রী নন। কৃষিবিলকে 'সর্বনাশা' অ্যাখ্যা দিয়ে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।
45
বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার হুগলির রিষড়ায় পুরসভার প্রশাসক তথা দলের শহর সভাপতি বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে বিক্ষোভ শামিল হন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের গলায় ছিল আলু-পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনী দ্রব্যের মালা।
55
তৃণমূলের রিষড়া টাউন সভাপতি বিজয় সাগর মিশ্র বলেন, 'সংসদে জনবিরোধী কৃষিবিল পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া বিলে চাল-ডাল-আলু-পেঁয়াজকে অত্যাবশকীয় পণ্য়ের তালিকায় রাখা হয়নি। ফলে গরিব মানুষদের দুর্ভোগ আরও বাড়বে। তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন।'