কেউ পরেছে পেঁয়াজের মালা, তো কারও আবার গলায় ঝুলছে ডালের প্যাকেট। হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, 'মরছে মানুষ, মরছে চাষী, মজুতদারের মুখে হাসি।' সংসদে সদ্য় পাশ হওয়া কৃষিবিলের প্রতিবাদে হুগলিতেও এবার পথে নামল তৃণমূল। রিষড়ায় অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন শাসকদলের কর্মী-সমর্থকরা।