বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। পাশাপাশি কৌশিকী অমাবস্যার জেরে ভরা কোটাল রয়েছে মঙ্গলবার। তার ফলেও উত্তাল হয়ে রয়েছে দিঘার সমুদ্র। সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে সমুদ্রে। সেই কারণে পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে মেঘলা আবহাওয়ায় পাড় থেকেই জলোচ্ছ্বাস উপভোগ করছেন তাঁরা।