শীত বিদায়ে তাপমাত্রার পারদ তুঙ্গে, উইকএন্ডে ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
এবারে বেশ জমিয়ে শীত পড়েছিল বাংলা তথা শহর কলকাতায়। তবে এবার বসন্ত এসেগেছে, জানান দিচ্ছে আবহাওয়া। ফলে ধীরে ধীরে বাড়ছে গরম, কমছে শহর ও বাংলা জুড়ে শীতের দাপট।