জানুযায়িতেই বেজায় গরম, মাঝে মধ্যেই হাওয়া হয়ে যাচ্ছে শীতের দাপট। তবে সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। শুক্রবার থেকেই নামবে পারদ। বৃহস্পতিবার তাপমাত্রা নামে ১৫ ডিগ্রীতে। আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবার ও শনিবার জমিয়ে শীত থাকবে। রবিবারেও শীতের আমেজ থাকবে। শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু- কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবহাওয়ার পরিবর্তন আনবে। শনিবার প্রবল বৃষ্টি ও তুষারপাতের জম্মু কাশ্মীর লাদাখ ও মুজাফফরপুরে।