রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের নিচে, টেনে বের করা হল বৃদ্ধকে, দেখুন ভিডিও

Published : Jul 20, 2021, 12:49 PM ISTUpdated : Jul 20, 2021, 01:29 PM IST
রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের নিচে, টেনে বের করা হল বৃদ্ধকে, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

রেল মন্ত্রক ওই ভিডিয়ো শেয়ার করতেই লোকো পাইলটের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁকে পুরস্কৃত করার কথাও বলেছেন অনেকে। 

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বলে শিরোনাম হতেই পারত । ঘটতেই পারত আরও একটা দুর্ঘটনা । হয়নি । লোকো পাইলটের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধ।  মুম্বইয়ের কল্যাণ স্টেশনের ঘটনা । 

আরও পড়ুন- পৃথিবীর দিকে ধেয়ে আসছে সুবিশাল গ্রহাণু, আয়তন তাজমহলের তিনগুণ

এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছে রেল মন্ত্রক । যেখানে ট্র্যাকে আটকে পড়া ওই বৃদ্ধকে বের করতে দেখা গিয়েছে ওই লোকো পাইলট ও অন্যদের । রেল মন্ত্রকের ওই পোস্ট থেকে জানা গিয়েছে, কল্যাণ স্টেশনে লাইন পেরোতে গিয়ে ট্র্যাকে আটকে যান ওই বৃদ্ধ । তখন সেই লাইন দিয়ে যাচ্ছিল মুম্বই-বারাণসী ট্রেন । ওই বৃদ্ধকে দেখতে পেয়ে এমারজেন্সি ব্রেক মারেন লোকো পাইলট । এরপর তাঁকে উদ্ধার করেন।

আরও পড়ুন- রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় ঘুরবে পপুলেশন আর্মি, বিলি করা হবে গর্ভনিরোধক ওষুধ

 

 

রেল মন্ত্রক ওই ভিডিয়ো শেয়ার করতেই লোকো পাইলটের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁকে পুরস্কৃত করার কথাও বলেছেন অনেকে। 

 

 

 

 

এই ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্কও করেছে রেলওয়ে কর্তৃপক্ষ । এভাবে রেললাইন পার করাটা যে বিপদ ডেকে আনতে পারে তা মনে করিয়ে দিয়েছে তারা । 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত
বছর শেষে পর্যটকদের জন্য সুখবর! বছর শেষে বাড়ছে ট্রেন, পাল্লা দিয়ে বাড়ছে স্টপেজও