কর্মী না হয়েও রেল থেকে মাসে ৮০ হাজার টাকা রোজগার, দিতে হবে না কোনও পরীক্ষা

Published : Jul 28, 2021, 05:27 PM ISTUpdated : Jul 28, 2021, 05:29 PM IST
কর্মী না হয়েও রেল থেকে মাসে ৮০ হাজার টাকা রোজগার, দিতে হবে না কোনও পরীক্ষা

সংক্ষিপ্ত

অন্য অনেক বড় বড় চাকরির থেকে ভালো আয়ের সুযোগ মিলছে। সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। এতে মাসের শেষে একটা স্থায়ী রোজগারের দিশা দেখতে পাওয়া যাবে।

রেলের পরীক্ষায় বসতে হবে না। কোনও প্রতিযোগিতা নেই, এমনকী বের হবে না কোনও মেধা তালিকা। আবেদন করলেই রোজগারের সুযোগ মিলবে রেল থেকে। অন্য অনেক বড় বড় চাকরির থেকে ভালো আয়ের সুযোগ মিলছে। সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। এতে মাসের শেষে একটা স্থায়ী রোজগারের দিশা দেখতে পাওয়া যাবে। জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত। 

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসির বুকিং এজেন্ট হিসেবে কাজ শুরু করলে মাসের শেষে হাতে থাকবে ৮০ হাজার টাকা। বর্তমানে দেশে অনলাইনে যে পরিমাণ টিকিট কাটা হয়, তার বেশিরভাগই কাটা হয় আইআরসিটিসির মাধ্যমে। করোনা পরিস্থিতিতে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট কাটা এখন স্বপ্ন। তাই পুরো টিকিট কাটার ভার গিয়ে পড়েছে আইআরসিটিসির ওপর। তাই এই সংস্থার বুকিং এজেন্ট হলে, ভালোই লভ্যাংশ মিলবে। 

কীভাবে বুকিং এজেন্ট হওয়ার আবেদন করবেন ? 

১. অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে
২. নিজের সমস্ত নথির স্ক্যানড কপি এবং সই করা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে
৩. আপনার দেওয়া সব নথির ভেরিফিকেশন হয়ে গেলে আইআরসিটিসি আপনার IRCTC ID- তে সরাসরি ১১৮০ টাকা পাঠাবে।
৪. এই টাকায় আপনার জন্য একটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা হবে।
৫. ডিজিটাল সার্টিফিকেট হাতে পায়ে গেলে, আইআরসিটিসির ফি জমা করতে বলা হবে।
৬. ফি সঠিকভাবে জমা হলে আপনার মেইল আইডিতে আইআরসিটিসি সমস্ত ক্রেডেনশিয়াল মেইল করে দেবে।
৭. কাজ শেষ। এরপরেই আপনি আইআরসিটিসির অন্তর্ভুক্ত এজেন্ট হিসেবে টিকিট কাটতে পারবেন।

তবে মাথায় রাখতে হবে এই আবেদন করতে গেলে প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, ইমেল আইডি, অফিসের ঠিকানার প্রমাণ, ছবি, আবেদনকারীর বাড়ির ঠিকানার প্রমাণ, রেজিস্ট্রেশন ও ডিক্লেরেশন ফর্ম প্রয়োজন। 

PREV
click me!

Recommended Stories

রাহুল গান্ধীর কোনও চারিত্রিক শক্তি নেই! কেন কঙ্গনা এই বিস্ফোরক মন্তব্য করলেন
8th Pay Commission কবে থেকে বাস্তবায়িত হবে? বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক