Reduce Weight: দুধ দিয়ে বানান এই পানীয়, ওজন কমবে তাড়াতাড়ি

প্রাচীনকালে ঘরের বসেই বানানো হত সুস্বাদু বাটারমিল্ক। তবে বর্তমানে মেশিনের মাধ্যমেই এই বাচারমিল্ক তৈরি করা হয়। এর জেরে ব্যাকটেরিয়া প্রবেশের আশঙ্কা থাকে না। 

বাটার মিল্কের কথা প্রায় সবারই জানা রয়েছে। ভারতের বিভিন্ন দেশেই এই পানীয়ের প্রচলন রয়েছে। এমনকী, এই পানীয় পান করতে বাঙালিও এখন পিছিয়ে নেই। আর গরমের দিনে এই পানীয়ের জুরি মেলা ভার। গ্রীষ্মকালে এই পানীয়ের চাহিদা থাকলে বর্তমানে সারা বছরই বাটারমিল্কের সন্ধান করেন অনেককেই। দুধ দিয়ে তৈরি এই পানীয়ে সাধারণত কোনও মাখন দেওয়া হয় না। ক্রিম থেকে এই সুস্বাদু পানীয়টি তৈরি করা হয়। তবে এই পানীয় খুব বেশি ঘন হয় না। আর এটি খেতেও মিষ্টি হয় না। একটু নোনতা খেতে হয়। সাদারণত ব্ল্যাক সল্ট ও জিরে মিশিয়ে পান করা হয়। গরমকালে শরীর ঠিক রাখতে সাহায্য করে এই পানীয়। আর সেই কারণে যে সব জায়গায় গরম খুব বেশি পড়ে সেখানে এই পানীয়ের চাহিদাও অনেক বেশি।

প্রাচীনকালে ঘরের বসেই বানানো হত সুস্বাদু বাটারমিল্ক। তবে বর্তমানে মেশিনের মাধ্যমেই এই বাচারমিল্ক তৈরি করা হয়। এর জেরে ব্যাকটেরিয়া প্রবেশের আশঙ্কা থাকে না। বাটারমিল্কে থাকে ভাল ব্যাকটেরিয়া, কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রতিদিনের খাবারের সঙ্গে বাটারমিল্ক খেলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এটি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে ও হাড়কে মজবুত করতে সাহায্য করে। এমনকী এটি আপনার ওজনও কমাতে সাহায্য করে।

Latest Videos

বাটারমিল্কের উপকারিতা

বাটারমিল্ক হল প্রোবায়োটিক। যার অর্থ হল, এতে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। অনেকেই হয়তো জানেন না যে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।

ভালো ব্যাকটেরিয়া পাকস্থলীতে গ্যাস তৈরিতে বাধা দেয়। যার কারণে অ্য়াসিড রিফ্লাক্স প্রতিরোধ করে। বাটারমিল্কের গুণাগুণ ফলে পেটে পুষ্টি দ্রুত হজম হয়।

বাারমিল্কে রয়েছে ভিটামিন ডি। যা ক্য়ালসিয়াম শরীরের মধ্যে প্রবেশে সাহায্য করে। হাড় মজবুত রাখে। এছাড়া মেনোপজের পরে বাটারমিল্ক খাওয়া মহিলাদের জন্যও অত্যন্ত ভাল। প্রতিদিন খালি পেটে অস্টিওপেরোসিসের প্রবণতা কমিয়ে দেয়।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাটারমিল্কে বিশেষ জৈব অণু থাকে, যা কোলেস্টেরলের মাত্রা আগের তুলনায় কমিয়ে দিতে সক্ষম। এছাড়া বাটারমিল্কে থাকে নামমাত্র চর্বি। তাই এই পানীয় যে ওজন কমানোর মূল উপাদান তা বলার অপেক্ষা রাখে না। নিয়মিত গ্রহণ করলে ওজন কমতে বাধ্য়।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের