করোনা সংকটের মাঝেই হনুমানদের মৃত্য়ু, আতঙ্ক ছড়াল বাগনানের গ্রামে

 

  • করোনা আতঙ্কের মাঝে নয়া বিপত্তি
  • মারা যাচ্ছে একের এক হনুমান
  • বেশ কয়েকটি অসুস্থ হনুমানকে উদ্ধার বনদপ্তরের
  • আতঙ্ক ছড়াল হাওড়ার বাগনানে

Asianet News Bangla | Published : May 7, 2020 2:29 PM IST

এ কোন বিপদের ইঙ্গিত! করোনা সংকটে মাঝেই মারা যাচ্ছে একের এক হনুমান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেশ কয়েকটি হনুমানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে বনদপ্তর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বাগনানে।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই মিলল সুখবর, বাঘের সংখ্যা বাড়ল সুন্দরবনে

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই হনুমানের উপদ্রব বেড়েছিল বাগনানের হিজলক গ্রামে। খাবারের সন্ধানে গৃহস্থের বাড়িতেও ঢুকে পড়ছিল রামভক্তেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার প্রথম গাছের নিচে একটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। ররিবার মারা যায় আরও একটি হনুমান। শুধু তাই নয়, অন্য একটি হনুমান অসুস্থ পড়েছিল। কী ব্যাপার? রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে হিজলক গ্রামে যান বনদপ্তরের কর্মীরা। বেশ কয়েকটি অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার শ্যামপুরে, গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে।

আরও পড়ুন: 'আমার সন্তান যেন থাকে দুধে-বিস্কুটে', লকডাউনে খাবারের খোঁজে গৃহস্থ্য়ের দুয়ারে মা হনুমান

হনুমানেরা কেন মারা যাচ্ছে? বনদপ্তরের অনুমান, খাবার অভাবেই বিপত্তি ঘটেছে। করোনা নিয়ে এখন এমনিতেই আতঙ্কিত সকলেই। তার উপর হনুমানদের মৃত্যুতে উদ্বেগ আরও বেড়েছে বাগনানে  হিজলক গ্রামের বাসিন্দারা। তবে অতিমারীর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে বনদপ্তরের তরফে।

 

Share this article
click me!