করোনা যুদ্ধে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিপুল অংকের টাকা জমা দিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। বৃহস্পতিবার তিনি হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়ের উপস্থিতিতে উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলার হাতে ২৮ লক্ষ ৬৬ হাজার টাকার ৬৬ টি চেক তুলে দেন।
বিধায়ক জানান, তিনি নিজে তাঁর ছয় মাসের বিধায়ক ভাতা এবং তাঁর স্ত্রী উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজার ছয় মাসের সাম্মানিক মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। তবে এই তহবিল জোগাড়ে সাহায্য় করেছেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের ২১৬ জন তৃণমূল কংগ্রেস সদস্য।
পাশে দাঁড়িয়েছে ৪১ জন পঞ্চায়েত সমিতি ও ৪ জন জেলা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন সমবায়, মহিলা সমিতি প্রভৃতির সদস্যরা। নিজেদের প্রাপ্য সাম্মানিক থেকে এই অর্থ দান করেছেন তারা। এছাড়াও এর আগে সমীরবাবুর এলাকার প্রথম পর্যায়ে ৩৫ হাজার মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এলাকার মানুষদের আরও ৫০ লক্ষ টাকার ত্রাণ ও আর্থিক সাহায্য করা হয়েছে বলে তিনি জানান।