Operation Sindoor: সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, হত ১০, এলওসি থেকে সাধারণ মানুষকে সরানোর নির্দেশ

Published : May 07, 2025, 01:40 PM ISTUpdated : May 07, 2025, 01:58 PM IST
Jammu and Kashmir, terrorist attack, Kupwara, CRPF jawan, Pakistan, India Pakistan border

সংক্ষিপ্ত

Line of Control: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত (India-Pakistan Border)। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পর সীমান্ত উত্তেজনা বেড়েছে।

Pakistan Army Firing Along Line of Control: ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) এখন যুদ্ধ পরিস্থিতি। নিয়ন্ত্রণরেখা (Line of Control) বরাবর লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। 'অপারেশন সিঁদুর'-এ জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর পাক সেনার আক্রোশ বেড়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, জঙ্গিঘাঁটি ধ্বংস করার সময় একজনও সাধারণ মানুষকে হত্যা করা হয়নি। কিন্তু পাক সেনার গুলিতে সীমান্তে ১০ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। অন্তত ৩৩ জন জখম হয়েছেন। বিনা প্ররোচনায় পাক সেনার গুলিবর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। তবে একইসঙ্গে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সীমান্তবর্তী গ্রামগুলি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিয়ন্ত্রণরেখার কাছে যে গ্রামগুলি রয়েছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।  সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha) এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah) সঙ্গেও ফোনে যোগাযোগ রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাধারণ মানুষের নিরাপত্তায় জোর

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নিয়ন্ত্রণরেখার কাছের গ্রামগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে বারাকস অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অঞ্চল তুলনামূলকভাবে নিরাপদ। সীমান্তে গোলাগুলির ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপার থেকে পাক সেনার গুলির জবাব দেওয়া হচ্ছে। কূপওয়ারা, রজৌরি-পুঞ্চ সেক্টরে পাক সেনার একাধিক চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। পাক সেনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। তবে বেশ কয়েকজনের মৃত্যু হতে পারে। সীমান্তে লাগাতার গুলির লড়াই চলছে।

অপারেশন সিঁদুরে জঙ্গিঘাঁটি ধ্বংস

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর যৌথ অভিযান। এই জঙ্গিঘাঁটিগুলি থেকেই ভারতে হামলা চালানোর ছক করা হত। এই কারণেই সেই জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!